বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ, আহত ৬

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বহিরাগতদের সংঘর্ষ বেঁধেছে। এ ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ইনস্টিটিউট সংলগ্ন পরশে সাগর মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে।

পলিটেকনিক শিক্ষার্থীরা জানিয়েছেন, আধিপত্য মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ কর্মী মো. শান্তকে কুপিয়ে জখম করে বহিরাগতরা। এ ঘটনার পর থেকেই শান্তর অনুসারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। ওই ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় শান্ত গ্রুপের সঙ্গে বহিরাগত একটি গ্রুপের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, পলিটেকনিক শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হাঙ্গামা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে এনেছে।