বরিশাল নগরীর বাজাররোড হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক এবং একটি গোডাউন বোঝাই ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। র্যাবের একটি দল অভিযানে সহায়তা করে।
অভিযানের সময় গোডাউনের মালিক কিংবা ট্রাকের কাউকে আটক করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ হওয়া ট্রাক সরকারি ভাবে নিলামে বিক্রির কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর হাটখোলা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ২ টন এবং একটি ট্রাক বোঝাই অবস্থায় আরও ৬ টন পলিথিন উদ্ধার করেন তারা।
গোডাউন এবং ট্রাকের কোন লোকজন না পাওয়ায় ভ্রাম্যমান আদালত গোডাউনটি সিলগালা করে দেয় এবং ট্রাকটি জব্দ করে। উদ্ধারকৃত পলিথিন ধংস করে দেয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com