বরিশাল নৌ বন্দরে ঈদ যাত্রীদের পদচারণা শুরু

লেখক:
প্রকাশ: ৫ years ago

ঈদে নারীর টানে বাড়ি আসা যাত্রীদের পদচারণা শুরু হয়েছে বরিশাল নৌ বন্দরের।

আজ রাত ১১টা ১০মিনিটে বরিশাল নৌ বন্দরে প্রথম ঘাট দেয় ঢাকা- চাঁদপুর- বরগুনা রুটের এস কে শিপিং এর এমভি সপ্তবর্ণ-৯।

এদিকে বরিশাল নৌ বন্দরে যাত্রীদের স্বাগত জানাবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মেয়র এর উদ্যোগে লঞ্চঘাট থেকে নতুল্লাবাদ ও রূপাতলী ফ্রি বাস সার্ভিসের ব্যাবস্থা করা হয়েছে।