বরিশাল নদীবন্দরে ভবঘুরে নারীর ফুটফুটে ছেলে সন্তান প্রসব

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশাল নদীবন্দরে ভবঘুরে এক নারী সন্তান প্রসব করেছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিটি মার্কেট এলাকায় কাঁচাবাজার ভিক্ষা করতে গেলে প্রসববেদনা ওঠে তার। পরে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে নদীবন্দরে নিয়ে যান। সেখানে ওই নারী ছেলেসন্তান প্রসব করেন।

বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন। সন্তান প্রসবের পর তাকে নদীবন্দরের একটি অস্থায়ী শেডে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীদের একজন লঞ্চঘাটের শ্রমিক হাফিজুর রহমান।

জানা গেছে, মায়া নামের ছিন্নমূল ওই নারী কয়েক বছর ধরে নদীবন্দরে বসবাস করতেন। তার জাকারিয়া নামে আরও একজন ছেলে রয়েছে। তবে ওই নারীর স্বামী নেই। বাড়ির ঠিকানাও সঠিকভাবে বলতে পারেন না। কয়েক মাস আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে সেখানে বসবাসকারী অন্য ছিন্নমূল ব্যক্তিরা মায়া বেগমকে সেবাযত্ন করতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, ভবঘুরে এক নারী সন্তান প্রসব করেছেন বলে খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

নদীবন্দর এলাকার ছিন্নমূল নিবাসীরা জানান, ওই নারী হয়তো কারও ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসব করেছেন। এটি একটি অমানবিক কাজ। এ জঘন্য অপরাধের সঙ্গে যে জড়িত, তাকে খুঁজে বের করে পিতৃত্বসহ সঠিক ব্যবস্থার দাবি জানান।