বরিশাল নগর ভবনের হিসাব শাখায় আবারো তালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

প্রায় তিনমাস পর বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনে আবারো তালা ঝুলিয়ে দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। ছুটির দিন শুক্রবার রাতে গোপনে ঠিকাদারদের বিল প্রস্তুতির অভিযোগে হিসাব শাখায় তালা দিল বেতনবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত হিসাব শাখার তালা না খোলার ঘোষণাও দেয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নগর ভবনে ফের উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কয়েকজন কাউন্সিলর ও ঠিকাদার শনিবার (১২ মে) সকালে নগর ভবনে গেলে কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে পাল্টা অবস্থান নেন। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের নেতা বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা দিপক লাল মৃধা জানান, কর্মকর্তা-কর্মচারীদের ফের ৫ মাসের বেতন বকেয়া পড়েছে।

গত বুধবার তারা মেয়র আহসান হাবিব কামালের সঙ্গে দেখা করে অন্তত দুইমাসের বেতন প্রদানের দাবী জানিয়েছেন।  তিনি আরো বলেন, সম্প্রতি বিসিসিতে ৩ কোটি টাকা বরাদ্দ এসেছে। মেয়র কামাল কর্মকর্তা-কর্মচারীদের বেতন না দিয়ে বরাদ্দের টাকায় গোপনে ঠিকাদারদের বিল দেওয়ার জন্য রাতে হিসাব শাখায় কাজ করাচ্ছিলেন। সাধারন কর্মকর্তা-কর্মচারীরা খবর পেয়ে হিসাব শাখায় তালা দিয়েছে। বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, উন্নয়ন বরাদ্দ বাবদ মন্ত্রাণালয় থেকে পাওয়া ৩ কোটি টাকার মধ্যে ৯০ লাখ টাকা ভ্যাট দিতে হবে। অবশিষ্ঠ ২ কোটি ১০ লাখ টাকা ২৯৭ জন ঠিকদারের মধ্যে ভাগবন্টন করে দিয়েছেন।  রাতে হিসাব শাখায় কাজ করা প্রসঙ্গে জানতে চাইলে মেয়র বলেন, নগর ভবনে একশ্রেনীর কর্মকর্তা-কর্মচারী রাম রাজত্ব কায়েম করেছেন। তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে হিসাব শাখার কর্মকর্তা-কর্মচারীরা দিনে কাজ করতে না পেরে রাতে কাজ করেন।