বরিশাল নগরীর বটতলা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা।
আজ বুধবার সকাল নয়টায় পুরাতন পাসপোর্ট গলির এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, রশিদ উদ্দিন আহমদের ছেলে সালাউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিনের স্ত্রী সুরাইয়া পারভীন মেয়ে সৈয়দা সাবিকুন্নাহার ও ইফাতুন নাহার।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সালাউদ্দিনের পরিবারের সাথে প্রতিবেশী খোরশেদ আলম সুজন ও তাদের পরিবারের পূর্ব বিরোধ চলে আসছে।
প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে সুজন ও তাদের পরিবারের সহযোগীরা সালাউদ্দিনসহ তাদের পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
আহত সাবিকুন্নাহার অভিযোগ সুজনের স্ত্রী ফজিলাতুন্নেছা হাসি এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালায়। বিষয়টি নিয়ে বটতলা এলাকায় আলোচনা-সমালোচনা হলে হাসি ও তার পরিবারের লোকজন সাবিকুন্নাহার কে দোষী সাব্যস্ত করে তাদের পরিবারের উপর জুলুম অত্যাচার নিপীড়ন সহ ষড়যন্ত্র চালানো হয় ।
ঘটনার দিন বুধবার সকাল ৯ টায় তুচ্ছ বিষয় নিয়ে ফজিলাতুন্নেছা হাসির সাথে সাবিকুন্নাহার এর দ্বন্দ্ব হয়।
একপর্যায়ে হাসি ও তার স্বামী সুজন এবং তাদের সহযোগী জাইদি হক সোহেব হক সহ অজ্ঞাতনামা সহযোগী সন্ত্রাসীরা সাবিকুন্নাহার কে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে।
তাকে বাঁচাতে বাবা সালাউদ্দিন মা সুরাইয়া বোন ইপরাতুন নাহার আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন হাসি সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।