বরিশাল নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালত ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
আজ রাত ১১ টা থেকে রাত ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নগরীর চকবাজার এলাকার হোটেল গালিব থেকে ২ জন নারী, নগরীর মহসীন মার্কেট সংলঘ্ন হোটেল জিনুক থেকে ১ জন নারী ও নগরীর পোর্ট রোড এলাকার হোটেল জোনাকী থেকে ১ জন নারী ও একজন পুরুষকে আটক করা হয়।
অভিযান পরিচালনার সময় পুলিশকে নেতৃত্ব দেন নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া এবং ভ্রাম্যমান আদালত’র পক্ষে উপস্থিত ছিলেন, নির্বার্হী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, নির্বার্হী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাশ, নির্বার্হী ম্যাজিস্ট্রেট এ এস এম শামীম।
এ সময় পলিশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা পুলিশের এসি রাসেল আহমেদ, কোতোয়ালী থানা পুলিশের ওসী তদন্ত আসাদুজ্জামানসহ ১০ থেকে ১২ জন এসআই ও এএসআই।
পুলিশ জানায় আটককৃতদের কোতয়ালী থানায় নেয়া হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com