 
                                            
                                                                                            
                                        
বরিশাল নগরীতে এক মাদকবিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (২৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ ।
বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) বিকেলে আটক করা হয়। নগরীর ২১ নং ওয়ার্ডের শেখ আনোয়ার হোসেনের পুত্র ইমরান হোসেন সে সিকদার বাড়ির এলাকার বাসিন্দা।
এয়ারপোর্ট থানার এ এস আই মোঃ জালাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার সময় কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিন পাশে অভিযান চালিয়ে মাদকবিক্রেতা ইমরান হোসেনকে তার দেহ তল্লাশী করে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ এস আই মোঃ জালাল উদ্দীন বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন । যার নং ২২। ইমরান হোসেন পেশায় একজন মটরমেকানিক।