বরিশাল নগরের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ (৮০০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত থাকায় এক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজায় এ অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মাছ ব্যবসায়ী কার্তিক চন্দ্র, ট্রাকের চালক জাহাঙ্গীর হোসেন ও হেলপার খলিল।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ ওই অভিযান চালায়। অভিযানে পটুয়াখালী থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করা হয়। এসময় আটক করা হয় মাছ ব্যবসায়ীসহ তিনজনকে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত জাটকাগুলো শহরের বিভিন্ন এতিমখানা ও দুস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান বিমল চন্দ্র দাস।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com