বরিশালে সড়ক দুর্ঘটনায় মো. খাইরুল ইসলাম (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে নগরের কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডস্থ রুপাতলী উকিলবাড়ি সড়কের বাসিন্দা মোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি শরীয়তপুর জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শক্তি’র শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
নিহত খাইরুলের শ্বশুর মোকসেদ আলী খান জানান, সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে বাড়িতে এসেছিলেন খাইরুল ইসলাম। ছুটি কাটিয়ে কর্মস্থলে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে মোটরসাইকেলে শরীয়তপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। কিছুটা পথ যাওয়ার পরই ঘটলো দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে ট্রাক রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান এর চালক। এসময় মোটরসাইকেলটি ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে ফরিদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটিকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি টেম্পু চলে আসে। টেম্পুকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনের অংশে গিয়ে ধাক্কা খায় ।
ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে পৌঁছে খাইরুলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। তবে এর আগেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com