চতুর্থ পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৩০টি ওয়ার্ডের সাধারণ ভোটার থেকে শুরু করে সচেতন নগরবাসী ইতোমধ্যে নানা হিসেব-নিকেশ কষতে শুরু করেছেন। সর্বশেষ তৃতীয় পরিষদের নির্বাচিত মেয়রের কাছে নগরবাসীর প্রত্যাশা কতটুকু ছিল আর কতখানিই বা পূরণ হয়েছে তা নিয়ে অনুসন্ধানে বেরিয়ে এসেছে নগরবাসীর দুর্ভোগের নানা চিত্র।
সনাকের সভাপতি গাজী জাহিদের মতে, প্রাচ্যের ভেনিস বরিশাল নগরী আজ ময়লার ভাগাড়ের পাশাপাশি জলাবদ্ধতায় পরিণত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাথ দখল করে রাখায় পথচারীর চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হলেও বিষয়টি দেখার কেউ নেই। এসব সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের মেয়রের কোন ভূমিকা নেই। অথচ নির্বাচনের পূর্বে আজকের মেয়রের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা ছিল। সে অনুযায়ী কোন প্রাপ্তি মেলেনি। তিনি আরও বলেন, বর্তমান থেকে শিক্ষা নিয়ে আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকেই নগরবাসী বেছে নেবেন। বরিশাল সরকারী বিএম কলেজের সিনিয়র অধ্যাপক নারী নেত্রী শাহ্ সাজেদার মতে, সিটি কর্পোরেশন নগরবাসীর চাহিদার বিশাল একটি স্থান। সেই স্থানের সুযোগ-সুবিধা পেতে নিয়মিত কর পরিশোধ করা সত্ত্বেও নগরবাসী তাদের চাহিদা অনুযায়ী সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।