বরিশাল নগরীতে মাহফিলে বাধা দিয়েছে পুলিশ, অভিযোগ জামায়াতপন্থি কাউন্সিলর

লেখক:
প্রকাশ: ৭ years ago
বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের ১৪ ও ১৫ নং ওয়ার্ডের আয়োজনে গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার নগরীর ফারিয়া কমিউনিটি সেন্টারে সীরাত মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র মোঃ আহসান হাবীব কামাল। কিন্তু পুলিশের বাধার কারণে ওইদিন সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে সীরাত মাহফিল উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সম্পন্ন করার অনুমতি চাইলে সেখানেও করার অনুমতি দেয়নি পুলিশ। অবশেষে গতকাল ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় সিটি মেয়র মোঃ আহসান হাবীব কামালের বাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসির ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোঃ আহসান হাবীব কামাল, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন আহমেদ, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল, সাগরদী কামিল মাদরাসার প্রভাষক ও স্টীমারঘাট মসজিদের ইমাম মাওলানা মুহা. মুহসিন উদ্দিন।

উপস্থিত ছিলেন কাজীপাড়া মসজিদের ইমাম মাওলানা নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মোফাজ্জেল হোসেন, অ্যাডভোকেট আকতারুজ্জামান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপপরিচালক মোঃ আবদুল বারী, সাগরদী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম, পদ্মা ওয়েলের সাবেক উপপরিচালক শহীদুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, ব্যাংকার মাহমুদ হোসেন, হোপ ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা সীরাত মাহফিল করতে না দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে সীরাত মাহফিল করতে না দেয়ার ঘটনা বরিশালবাসীকে বিস্মিত করেছে। তারা বলেন- সরকার সীরাত মাহফিলের মাইক কেড়ে নিয়ে জনগনের মনে যে আঘাত দিয়েছে তার প্রতিফলন তাদেরকে একদিন ভোগ করতেই হবে। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রতিযোগিতায় ক গ্রপে প্রথম হয়- হালিমা খাতুন উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মহসিনা শাহিদা, ২য় হন সাগরদী কামিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র সায়াদ বিন আমিন, ৩য় হন বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র খান সামী মাহমুদ,। খ গ্রপে প্রথম হয় বিএম কলেজের ছাত্র ইসমাইল হোসেন সিরাজী, ২য় হয় সাগরদী কামিল মাদরাসার ছাত্র কাওসার হাসান, ৩য় হন বিএম কলেজের ছাত্র হাসিবুর রহমান। বিজয়ীদের প্রত্যেক কে নগদ অর্থ, ক্রেস্ট ও বই সহ প্রায় ২৫ হাজার টাকার পুরষ্কার প্রদান করা হয়।