বরিশাল নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান: জরিমানা ১৭ হাজার টাকা

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল শহরে মাংসের দোকান,খাবার হোটেল সহ ফলের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ও বিকালে দু,বেলা বরিশালের জেলা প্রশাসক নির্দেশনায় নগরীর ত্রিশ গোডাউন এবং রূপাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১১,০০০ টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে রুপাতলী বাস ষ্ঠান্ডের হাওলাদারের খাবার হেটেল ৫ হাজার টাকা, রুপাতলী কাঁচা বাজারের দুটি মাংসের দোকান ব্যবসায়ীকে পৃথকভাবে ৫ হাজার টাকা ও ১টি ফলের দোকান ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে বিকাল ৫ টায় নগরীর গ্রিজ্জা মহল্লা আল জামিয়া খাবার হেটেলে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সমগ্র রমজান মাস জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজস্ট্রেট।