বরিশাল নগরে ব্যবসায়ীকে ফাঁদে ফেলতে গিয়ে নকল বিদেশি মুদ্রাসহ (রিয়াল) দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাতে নগরের কাশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সৌদি আরবের আসলও ২০০ রিয়াল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর থানার ইউসুফপুর গ্রামের মোতালেব কাজীর ছেলে মানিক কাজী (৩০) ও একই থানার শাখারপাড় গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সি বলেন, বৃহস্পতিবার বরিশাল নগরের রূপাতলী এলাকার প্রিন্স সুজ নামক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিক জালাল উদ্দিন বাবুলের কাছে সৌদি প্রবাসী পরিচয় দেওয়া মানিক ও সাইফুল বিদেশি মুদ্রা বিক্রি করতে বরিশালে আসেন। এসময় সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে নকল ও আসল মুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com