বরিশাল নগরীতে তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল নগরীর বিভিন্নস্থানে হোটেল-রেস্তোরা ও ব্যাকারীতে অস্বাস্থ্য পরিবেশে খাবার বিক্রি ও তৈরী করার অপরাধে বরিশাল ভোক্তা অধিকার আইন সংরক্ষন বাজার মনিটর কমিটির ভ্রাম্যমান আদালত তিনটি প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করার পাশাপশি সতর্ক করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ হোটেল রাধুনী ও বিরানী হাউজে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার,তৈরী ও বিক্রি করার অপরাধে ৮হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভ্রাম্যমান আদালত নগরীর মল্লিক রোডের আল মদিনা ব্যাকারীতে অভিযান করে তাদেরকে ৮ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন।অণ্যদিকে ভোক্তা অধিকার আইন সংরক্ষন বাজার মনিটর কমিটির ভ্রাম্যমান আদালত নগরীর নথুল্লাবাদে হোটেল নিল আকাশ কর্তৃপক্ষকে ১হাজার টাকা জরিমানা করেন।

ভ্রম্যমান আদালতে এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার আইন সংরক্ষন বাজার মনিটরিং কমিটির সহকারী পরিচালক সুমি রানী মিত্র, বরিশাল সিটি কর্পোরেশন স্যানিটারী ইন্সেপ্রেক্টর রাসেল সিকদারসহ মডেল থানার একদল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।