জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ সেশনের দ্বৈত ভর্তি বাতিলের জরিমানা করায় এবং সাধারন শিক্ষার্থীদের হয়রানীর প্রতিবাদে বরিশাল বিভাগের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তভূক্ত শিক্ষার্থীবৃন্দ নগরীতে বিক্ষোভ ও মানববন্ধন প্রতিবাদ সভা করে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নগরীর প্রান কেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের আন্দোলনের আহবায়ক আমিনুল ইসলাম এমদাদের সভাপতিত্বে মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী ও আন্দোলনের যুগ্ন আহবায়ক মোঃ রাহাত,মোঃ তানভির,সদস্য আমিনুল ইসলাম এমদাদ,জুনায়েদ,শাহাদৎ,তৃষ্ণা ও শির্ক্থী আফসানা প্রমূখ।
আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় আরো বলেন সামনে আমাদের পরিক্ষা আমরা পড়ার টেবিলে থাকতে চাই।
অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনৈতিক দূর্নীতি পরায়ন ভর্তি বাতিল ও জরিমানা করার সিদ্বাš বাতিল করা নাহলে শিক্ষার্থীরা রাস্তায় দূর্বার আন্দোলন গড়ে তলবে।
পড়ে তারা জেলা প্রশাসন দপ্তরের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি বরাবর স্বারকলিপি প্রদান করেন বলে নিশ্চিত আন্দোলনরত শিক্ষার্থী তানভির হাওলাদার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্বান্তের প্রতিবাদে নগরীর বিভিন্ন কলেজের শতাধিক মেয়ে ও ছেলে শিক্ষার্থী অংশ নেয়।।