যুবলীগ নেতার স্ত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে বরিশালে ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর করার অভিযোগ উঠেছে। এসময় ওই কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে নগরের আমানতগঞ্জস্থ বরিশাল মহানগরের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ওই কার্যালয়ে এই ঘটনা ঘটে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হাসান রিন্টু জানান, নগরের আমানতগঞ্জ এলাকায় অবস্থিত সিটি পার্কে সন্ধ্যায় পরিবার নিয়ে ঘুরতে যান যুবলীগ নেতা আলামিন সজীবের স্ত্রী নুসরাত। ওইসময় তাকে উদ্দেশ্যে করে স্থানীয় বখাটে রিয়াদ নানান কটুক্তি করে।
বিষয়টি নুসরাত তার স্বামী সজীবকে জানালে সে পার্কে গিয়ে রিয়াদকে মারধর করে। এরপার রাতে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিসে সজীব থাকাকালীন সময়ে রিয়াদ সহযোগীদের নিয়ে সেখানে আসেন এবং হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাংচুর ও সজীবকে মারধর করে। পাশাপাশি রিয়াদ ও তার সহযোগীরা বের হয়ে যাওয়ার সময় বাহিরে থাকা ৩ টি মোটরসাইকেলও ভাংচুর করে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। যুবলীগ নেতা সজীবের স্ত্রী নুসরাত জানান, পার্কে বসে রিয়াদ তাকে উদ্দেশ্যে করে গালাগাল ও নানার ধরনের অরুচিকর কথা বলায় বিষয়টি তিনি স্বামীকে জানান। এরপরই প্রতিবাদ করতে গিয়ে তার স্বামী আলামিন সজীব হামলার শিকার হন। ঘটনাস্থল পরিদর্শন শেসে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক ওহাব জানান, এ বিষয়ে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com