বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে ইয়াবাসহ ৪ তরুণীকে আটক করেছে মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ওই হাসপাতাল রোড এলাকার আবু মিয়ার হোটেলের বিপরিতে মায়া কানন নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে একজন স্কুলছাত্রী বলে জানাগেছে।
আটককৃতরা হল, নগরীর কাশিপুর স্কুল এন্ড কলেজের ছাত্রী এবং ইছাকাঠি এলাকার বাসিন্দা হানিফ চৌধুরীর মেয়ে হাদিয়া চৌধুরী মুনা (১৯), কলেজ এভিনিউ লেচুশাহ সড়কের বাসিন্দা দুলাল বাড়ৈ’র কণ্যা বৃষ্টি বাড়ৈ (২২), নলছিটি উপজেলার বাসিন্দা আব্দুল জলিল হাওলাদারের কন্যা নুসরাত জাহান নিশাত (২২) ও একই উপজেলার বাসিন্দা জামাল হোসেন এর মেয়ে এবং মাহফুজ হোসেন এর স্ত্রী ইসরাত জাহান ইভা (২২)।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার তরুণীকে ৩০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com