 
                                            
                                                                                            
                                        
বরিশাল নগরীতে ১শ’ পিস ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকৃতরা হলেন, মোঃ আরিফুর রহমান তানভীর (২৪) ও মোঃ মেহেদী হাসান সম্রাট (৩০)।
তানভির বরগুনা জেলার বামনা থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ সূ্ত্রে জানা যায়, আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই রেহানের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে বিশেষ বৈদ্য পাড়া এলাকায় চেকপোষ্ট বসান মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেল ৫টায় দুই তানভির ও সম্রাটকে তল্লাশি করে ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি ডিবি) নওরেশ কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন সবার জন্য সমান, কোন পুলিশ সদস্যও যদি কোন অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তা কঠোরভাবে দমন করা হবে।
আটকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।