বরিশাল: দেড় মাস পর করোনা শনাক্ত ২

:
: ২ years ago

বরিশালে টানা ১ মাস ১৮ দিন পর দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত রবিবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৫৪ ভাগ। এদিকে গত ১৭ মার্চের পর থেকে মেডিকেলের করোনা ওয়ার্ড রোগী শূন্য অবস্থায় রয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৫৪ ভাগ। এর আগে সব শেষ গত ২০ মার্চ মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছিলো।

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ১৭ মার্চ সব শেষ ১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। পরদিন ১৮ মার্চ ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যায় সে। এরপর থেকে ধারাবাহিকভাবে করোনা ওয়ার্ড রোগী শূন্য অবস্থায় আছেন বলে জানিয়েছেন হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন।

২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬শ’ ৭২ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ১ হাজার ৪শ’ ৭৫ জনের মৃত্যু হয়েছে।