দক্ষিণাঞ্চলের বরিশাল ও ঝালকাঠি মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বরিশাল থেকে সরাসরি ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ থাকা রুটগুলো হলো- বরিশাল থেকে ঝালকাঠি, ভাণ্ডারিয়া, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা ও খুলনা।
আজ সোমবার সকাল থেকে এ অবস্থা বিরাজ করলেও যাত্রীদের তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি করেছে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি।
এদিকে, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতারা বলছে, এ অবস্থা চলতে থাকলে আন্দোলনের পথ বেছে নিতে হবে তাদের।
ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাহাদুর চৌধুরী জানান, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বাগেরহাট সমিতির বাস সমন্বয় করে চলাচল করলেও বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি সমিতির কোনো বাস চলতে দেয়া হচ্ছে না। বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠির নলছিটি উপজেলার ৮ কিলোমিটার রাস্তা রয়েছে।
তিনি জানান, বরিশাল ও পটুয়াখালী মালিক সমিতি ওই ৮ কিলোমিটার সড়ক ব্যবহার করলেও ঝালকাঠি মালিক সমিতির কোনো বাস ওই সড়কে চলতে দেয়া হয় না। তাই ন্যায্য দাবিতে আল্টিমেটাম অনুযায়ী তারা এ আন্দোলনে নেমেছেন। যাত্রী সেবা বন্ধ না করে বর্তমানে ঝালকাঠির রায়াপুর নামক স্থান থেকে যাত্রীদের ঝালকাঠি, পিরোজপুর, মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, বাগেরহাট, খুলনা সড়কে যাত্রীদের পৌঁছে দেয়া হচ্ছে। বরিশাল নগরী থেকে যাত্রীরা সেখানে বিভিন্ন মাধ্যমে আসছে। আন্দোলনের কারণে শুধু বরিশাল মালিক সমিতির গাড়ি ঝালকাঠিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এদিকে, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, ঝালকাঠি বাস মালিক সমিতি সেচ্ছাচারিতা করছে। রূপাতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি ঝালকাঠি হয়ে আরও ৫ রুটে বাস চলাচল এখন বন্ধ রয়েছে। বরিশাল মালিক সমিতির কোনো গাড়ি তারা ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দিচ্ছে না। আবার ঝালকাঠি থেকে কোনো গাড়িও বরিশালে আসতে দিচ্ছে না। বিষয়টি বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে জানানো হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে আন্দোলনে নামা ছাড়া কোনো পথ থাকবে না বলে জানান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com