বরিশাল থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথার মোড়ক উন্মোচন

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায়, শামীমা সুলতানা প্রকাশক ও সম্পাদক পুষ্পকলি কথা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার আয়োজনে। ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তন বরিশালে। বরিশাল থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথার মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীমা সুলতানা প্রকাশক ও সম্পাদক পুষ্পকলি কথা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ, সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল মো ইমামুল হাকিম, সাবেক অধ্যক্ষ ঝালকাঠি সরকারি মহিলা কলেজ বিমল চক্রবর্তী, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল এইচ এম মাহবুবুল আলম, সহকারী রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয় বাহাউদ্দিন গোলাপ, প্রধান শিক্ষক বিএম স্কুল লুৎফুর রহমান, আইনজীবী লস্কর নুরুল রহমান, প্রধান শিক্ষক বরগুনা জিলা স্কুল মাহমুদ চৌধুরী, সাবেক অধ্যক্ষ অমৃত লাল দে কলেজ বরিশাল তপংকর চক্রবর্তীসহ এছাড়াও আরও উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, ছড়াকার, শিক্ষার্থী এবং তাদের অভিভাবক, সুধীজনরা উপস্থিত ছিলেন। শুরুতে বরিশাল থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে অতিথিরা প্রকাশনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।