বরিশাল থেকে ছেড়ে যাওয়া বিমানের ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ

লেখক:
প্রকাশ: ২ years ago

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বরিশাল থেকে আসা ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ঢাকায় আসার সময় ড্যাশ-৮ কিউ-৪০০ মডেলের বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট জরুরি অবতরণের জন্য ঢাকার বিমানবন্দর টাওয়ারকে জানান।

পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দুপুর আড়াইটায় ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। এ সময় বিমানবন্দরে দু-একটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে কিছুটা দেরি হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সমকালকে বলেন, বিমানে কারিগরি ত্রুটি দেখা দিলেও পাইলট দক্ষতার সঙ্গে তা ঢাকায় নিরাপদে অবতরণ করান। এ ঘটনায় যাত্রীদের কোনো সমস্যা হয়নি বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।