বরিশাল থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের ট্রাক গাজীপুরে উদ্ধার, চোর আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল নগরী থেকে চুরি হওয়া একটি গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চোরকেও গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ এই সফল অভিযান চালিয়েছে।

শুক্রবার পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই অভিযানের বিষয়টি সাংবাদিকদের অবহিত করা হয়েছে।

গ্রেপ্তার চোর বাবু মিয়া লক্ষীপুর জেলার রাজবাড়ি উপজেলার আব্দুস সোবাহান মিয়ার ছেলে।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন- গত ১০ জানুয়ারি শহরের আব্দুর রব সেরনিয়াবাত ট্রাকস্ট্যান্ড থেকে ৪০ লাখ টাকা মূল্যের একটি ট্রাক চুরি হয়। ওই ঘটনায় ১৪ জানুয়ারি ট্রাক মালিক হানিফ তালুকদার বাদী হয়ে একটি মামলা করেন।

পরে পুলিশ দীর্ঘদিন তদন্ত করে ৭ মার্চ সকালে ট্রাকটি গাজীপুর জেলার কামারপাড়া ব্রিজের ঢাল থেকে উদ্ধার করে। এসময় চোর বাবু মিয়াকেও গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনায় জড়িত আরও তিন চোর মো. মনির, লিখন ও কুদ্দুসকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।