দুরপাল্লারসহ বরিশালের অভ্যন্তরীন রুটের সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।
শনিবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআিইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মোঃ কবির হোসেন।
তিনি বলেন, সকাল থেকে বরিশালের অভ্যন্তরীন রুটে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসাথে বরিশাল নদী বন্দর এলাকার আশপাশ থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী স্পীডবোটগুলোর চলাচলও বন্ধ রাখা হয়েছে।
তবে এমনিতেও বরিশাল থেকে দিনের বেলা দুরপাল্লা অর্থাৎ বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল করে না। তবে এ লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে কেন্দ্রীয়ভাবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, রাতে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এছাড়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’রপ্রভাবে বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
সর্বোশে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।