বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে গৌরনদীর মাহিলারা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ভাড়ায়া চালিত মোটরসাইকেল চালকের নাম লিটন খান (৩০)। তিনি গৌরনদী উপজেলার বাহাদুরপুর গ্রামের নজরুল খান এর ছেলে। তার মৃতহেদ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ( শেবাচিম) হাসপাতালের মর্গে রয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, ভোর সাড়ে ৬টার দিকে লিটন খান ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে গৌরনদী থেকে মহিলাড়ায় যান।
এসয়ম বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে লিটনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার তার মৃত্যু হয়।
তবে ঘটনার পর পরই টালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি। তাছাড়া এই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।