বরিশাল বিভাগীয় শহরে বাধ রোডস্থ ১০নম্বর ওয়ার্ড বিআইডব্লিউটিএ মেরিন ওয়াকসপ মাঠ মুক্তিযুদ্ধ পার্ক সংলগ্ন বি আই ডব্লিউ টি এ আওতাধীন নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নবনির্মিত বরিশাল ড্রেজার বেইজ শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্বোধনের সফরসূচি পেলেই দক্ষিণাঞ্চলের নবনির্মিত এ প্রতিষ্ঠানটি জনসেবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। বাংলাদেশের অন্যতম যোগাযোগ পথ নৌপথ ইতিহাস-ঐতিহ্যের সাক্ষ্য বহন করে আর বর্তমান সরকারের উন্নয়নের মহাসড়কের সাথে বিআইডব্লিউটিএ নির্মিত এ প্রকল্পটির সংযুক্ত।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১বাস্তবায়নের লক্ষ্যে উদ্দাম গতিতে এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কে তারই ধারাবাহিক নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ২০টি ড্রেজার যন্ত্রপাতি শীর্ষক প্রকল্প নির্মাণ প্রায় সমাপ্তির পথে।
ইতি মধ্যে নারায়ণগঞ্জে প্রকল্পের উদ্বোধন করেছে মাননীয় মন্ত্রী। বরিশাল বি আই ডব্লিউ টি এ নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানা যায় যে নোটিফিকেশন স্মারক নং ১৮.১১.০০০০.২৬৬.০৭০৬৮.১৮/১৮৫( আইডি ২০৩৫৯০) তারিখঃ ৪/১১/২০১৮ ঠিকাদারী প্রতিষ্ঠান এস এস আর আই- কে এস এল- কে এস বি এল( জে ভি) একাজে যা থাকছেঃ অফিস বিল্ডিং ‘স্টাফ ডরমিটরি. দৃষ্টিনন্দন মসজিদ. আরসিসি রোড. বাউন্ডারি ওয়াল. ইন্টার্নাল ওভারহেড. বৈদ্যুতিক লাইন গভীর নলকূপ আরসিসি রাম স্টিল গ্যাংওয়ে সারফেস ড্রেন ব্যাংক প্রটেকশন. আরসিসি সলোব রাম. নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে আরো জানা যায় একই প্রকল্প বাংলাদেশের বরিশালসহ আরো চারটি স্পটে নির্মিত হচ্ছে বরিশাল. মাওয়া. আরিচা. খুলনা. নারায়ণগঞ্জ. বরিশালে এ প্রকল্প টি তে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ২৩কোটি ৬২ লক্ষ টাকা যা ইতিমধ্যে ৩০শে জুন২০২১কাজের মেয়াদ শেষ হওয়ার কারণে ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে। বরিশালে প্রকল্পের কাজের মান এর বিষয় সাক্ষাৎকার গ্রহণ করি বিআইডব্লিউটিএ’র উপসহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান এর তিনি বলেন প্রকল্প শুরু থেকেই এবং শেষ পর্যন্ত আমি মনিটরিং করেছি এবং সিডিউল অনুযায়ী কাজ আদায় করে নিয়েছে কাজের গুণগত মান খুবই ভালো হয়েছে।
এরপর সাক্ষাৎকার গ্রহণ করি বরিশালের বিআইডব্লিউটি নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ এর তিনি বলেন প্রায় আড়াই একর অরক্ষিত সরকারি জমির উপরে এ প্রকল্পের নির্মাণ করেছি।
কাজের মান শতভাগ ভালো এই প্রকল্পটির মাধ্যমে বরিশাল অঞ্চলের নদী পথের নাব্যতা রক্ষা পাবে। নদী খননের সুবিধাটা শতভাগ নিশ্চিত করা যাবে যা ইতিপূর্বে ঢাকা থেকে পরিচালিত হতো এখন আর বরিশাল অঞ্চলের নদী খননের জন্য ঢাকা যেতে হবে না প্রকল্পটির উদ্বোধন হলেইএই অঞ্চলের প্রশাসনিক সকল কার্যক্রম শুরু হবে এরপর মুঠোফোনের সাক্ষাৎকার গ্রহণ করি প্রকল্প পরিচালক ঢাকা আতাহার আলী সরদার এর তিনি বলেন বরিশালের ড্রেজার বেইজ প্রকল্প টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি একটি অংশ মাননীয় মন্ত্রী মহোদয় সফরসূচি পেলেই প্রকল্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করব। যা সুবিধাভোগী হবেন বরিশাল অঞ্চলের জনগণ
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com