#

গতকাল ২১ মার্চ রাত ৮ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরিশাল এর আয়োজনে। নগরীর অশ্বিনী কুমার হলে বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব ২০১৯ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

 

আরো অতিথি ছিলেন নাট্যজন ও শব্দাবলী গ্রুপ থিয়েটার এর স্বত্তাধিকারী, সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষ, সম্পাদক মিন্টু কুমার কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী, শিক্ষক অমৃত লাল দে কলেজ, দেবাশীষ চক্রবর্তী, জেলা কালচারাল অফিসার, হাসান রশিদ মাকসুদসহ বিভিন্ন অতিথি বৃন্দরা এবং নাট্য শিল্পীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সাতটি নাটক ও নাট্য দলের পরিবেশনা করা হয়। বরিশাল থিয়েটার এর পরিবেশনায় নাটক সং, পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার এর পরিবেশনায় কাল পূর্ণিমা, শব্দাবলী গ্রুপ থিয়েটার এর পরিবেশনায় নাটক বৈশাখিনী, বরিশাল নাটক এর পরিবেশনায় নাটক অগ্নিজিতা, নাট্যম বরিশালের পরিবেশনায় নাটক চোর, ব্রজমোহন থিয়েটার এর পরিবেশনায় নাটক জঙ্গিবীজ, খেয়ালী গ্রুপ থিয়েটার এর পরিবেশনায় নাটক মহুয়া পরিবেশিত হয়।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন