কিশোর বাতায়ন,উদ্ভাবকের খোঁজে ও বরিশাল জেলা ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আক্টোবর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রগ্রামের আওতায় কিশোর বাতায়ন, উদ্ভাবকের খোঁজে ও জেলা ব্র্যান্ডিং বিষয়ক এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কিশোর বাতায়ন একটি অনলাইন পোর্টাল । এখানে কিশোর অথ্যাৎ (১৩ থেকে ১৮ বছরের কিশোররা মেধাবিকাকের লক্ষে এই অনলাইন পোটালে তাদের জ্ঞান সম্পর্কে ধারনা পাবে। এর মাধ্যমে ভিডিও আপলোড ও ডাউনলোডও করতে পারবে। এমনকি নিজ জেলার ঐতিহ্য সম্পর্কে বিস্তারিক জানতে ও জানাতে পারবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন, বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ পরিচালক আমিরুল আজম, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার সহ অনান্যরা।