প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০১৯, ৫:৩৬ পূর্বাহ্ণ
বরিশাল জেলা প্রশাসন ও কোডেক এনজিও কর্তৃক দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।

আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায়, কোডেক বরিশাল সদর শাখার আয়োজনে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ফরহাদ সরদার, উপজেলা চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা পরিষদ বরিশাল, আব্দুর রইচ সেরনিয়াবাত, কোডেক এনজিও প্রতিনিধিসহ দুস্থ অসহায় নারী-পুরুষরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক কম্বল বিতরণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসকসহ অতিথিরা শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এদিকে গতকাল জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে, জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বেশকিছু শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com