শামীম আহমেদ ॥
বরিশালে রেকর্ড তুলতে আইনজীবী সহকারিদের বাঁধা দেয়ার প্রতিবাদে জেলা প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আইনজীবী সহকারিরা। রবিবার (৯ ফেব্রুয়ারী) বরিশাল জেলা আইনজীবী সহকারি সমিতির সম্মেলন কক্ষে এ প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা আইনজীবী সহকারি সমিতির সভাপতি ও বিসিসির ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিচুর রহমান শরীফ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি বলেন, বরিশালের বিভিন্ন আদালতের মামলা মোকাদ্দমা পরিচালনার ক্ষেত্রে রেকর্ডরুম থেকে তথ্য উপাত্ত (পর্চার সৈমোহর) তুলতে হয়। রোকর্ড তোলার ক্ষেত্রে আইনজীবীদের সাহায্য করে আইনজীবী সহকারিরা। যার জন্য রেকর্ড রুমে প্রবেশ করে আবেদনপত্র বা দরখাস্ত দাখিল করতে হয়। কিন্তু গত এক বছর ধরে রেকর্ডরুমে আইনজীবী সহকারিদের প্রবেশ তথা কার্যক্রমে বাঁধা দিচ্ছে জেলা প্রশাসন। প্রবেশ করলে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিচ্ছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আইনজীবী সহকারিদের প্রবেশ না করতে দিলেও রেকর্ডরুমে কর্মরত কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি থেমে নেই।
এদিকে রেকর্ডরুমে আইনজীবী সহকারিদের প্রবেশ করতে না দেয়ায় দিনাতিপাত করছে সাধারণ সদস্যরা। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে ২০১৯ সালের ৩০ মার্চ ও ৩ অক্টোবর লিখিতভাবে জানালেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়া বিষয়টি নিয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু জেলা প্রশাসকের সাথে বৈঠক করেছেন। বৈঠকে বিষয়টির ব্যাপারে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।
আগামী ১৭ ফেব্রুয়ারীর মধ্যে বিষয়টির ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে বরিশাল জেলা আইনজীবী সহকারি সমিতির সাধারণ সম্পাদক মোঃ রেজয়ান আলী চুন্নু, সিনিয়র সদস্য মুক্তাল গাজী, ওমর ফারুক, জলিল খান, দুলাল, আঃ লতিফ, মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com