 
                                            
                                                                                            
                                        
বরিশালের উজিরপুর এবং ঝালকাঠির নলছিটি ইউএনও’র পর এবার বরিশাল জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবী করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তার নিজ নামের ফেসবুক আইডিতে এ তথ্য দেন। এসময় তিনি সর্বসাধারণকে সতর্ক হওয়ারও আহবান জানান।
জেলা প্রশাসকের নিজ নামের ফেসবুকে দেয়া স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো: “এতদ্বারা সকলকে অবহিত করা যাচ্ছে যে, জেলা প্রশাসক বরিশালের দাপ্তরিক মোবাইল নম্বর ০১৭০৫৪০৬৫০১ টি কে বা কারা স্পুফিং বা ক্লোন করেছে। উক্ত ক্লোন করা নাম্বার থেকে বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করা হচ্ছে। সকলকে উক্ত নাম্বার থেকে ফোন করা হলে আর্থিক লেনদেন অথবা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বিনীত অনুরোধ করা হলো।”
উল্লেখ্য এর আগে গত ১৭ আগস্ট বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রনতী বিশ্বাস এবং ১৮ আগস্ট ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবী করা হয়েছিল।