বরিশাল জেলা প্রশাসকের উদ্যোগে কিশোরীদের সাইকেল প্রশিক্ষণ কোর্সের জন্য সাইকেল প্রদান

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৩ মে সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসক বরিশাল এর সম্মেলন কক্ষে, লাল সবুজ সোসাইটির কিশোরীদের সাইকেল প্রশিক্ষণ কোর্সের প্রশি জন্য দুটি নতুন বাইসাইকেলকে বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান ।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল, রাজিব আহামেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, মোঃ খায়রুল হাসান, উপজেলা চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা, আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ লাল সবুজ সোসাইটির সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে কিশোরীদের সাইকেল প্রশিক্ষণ কোর্সের জন্য দুটি নতুন সাইকেল কিশোরী প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক বরিশাল। উল্লেখ্য গত ১৫ মে লাল সবুজ সোসাইটির কিশোরীদের সাইকেল প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে তাদের প্রশিক্ষণের জন্য দুটি বাইসাইকেলকে দেয়ার ঘোষণা দেন তারি ধারাবাহিকতায় আজ তা বাস্তবায়ন করলেন জেলা প্রশাসক বরিশাল।