বরিশাল জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকে’র ফেসবুক আইডি ‘হ্যাকড’

লেখক:
প্রকাশ: ৭ years ago

মোঃ ফেরদাউছ সিকদারঃ

কয়েকদিন পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক কাজী মারুফ হাসান টিটুর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালিয়েছেন হ্যাকাররা। কিন্তু শেষমেস রক্ষা পায়নি তার ব্যবহৃত আইডিটি। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফোইজবুক আইডি টি হ্যাকড করা হয়েছে। হ্যাক হওয়ার খবরটি সাংবাদিকদের জানিয়েছেন জেলা ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীরা।

এ বিষয়ে কাজী টিটু বলেন, রবিবার আনুমানিক সকাল ৯ টার দিকে আমার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে। আইডিটা হ্যাকড করে আমার অনেক ব্যক্তিগত তথ্য মুছে দেওয়া হচ্ছে। কে বা কারা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে তা জানি না। আইডিটা ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

কাজী মারুফ হাসান টিটু আরো বলেন, আমি এ বিষয়ে মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। সাধারন ডায়েরি নং ১২৫৬ কোতয়ালি মডেল থানা,বরিশাল। বর্তমানে আইডিটি অন্য কেউ ব্যবহার করছেন।

তাই সবাইকে বলছি, এই আইডি থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট বা রাষ্ট্রীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে অন্য কেউ পোস্ট দিলে আমি দায়ী থাকব না। আমি এই কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।