আজ ৩০ আগস্ট’২০ রবিবার বিকাল তিনটায় নগরীর এম.সি অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে “মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ দমনে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক-সন্ত্রাস রোধে ইসলামী আইনের বিকল্প নেই। যুব সমাজ দেশের অনতিস্বীকার্য সম্পদ। এই সমাজের নৈতিক চরিত্র অবক্ষয়ের মাধ্যমে দেশ ভবিষ্যত অন্ধকারের মধ্যে নিপতিত হচ্ছে। এ থেকে মুক্তি পেতে ইসলামী যুব আন্দোলনের প্রতিটি কর্মীকে যুব সমাজের মাঝে কাজ করতে হবে। ইসলামের সঠিক বুঝদানের মাধ্যমে মাদক-সন্ত্রাস-দুর্নীতির কড়ালগ্রাস থেকে যুবসমাজকে ফিরিয়ে নিয়ে আসতে হবে।