আজ ১৪ জুলাই তারিখে বরিশাল জেলায় নতুন করে ৩৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৩৪ জন সহ অদ্যাবধি এ জেলায় ১৯৭১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ১৪ জুলাই এ জেলায় করোনা আক্রান্ত ৫৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ৭৫৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ১৪ জুলাই এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলার ০৩ জন ও উজিরপুর উপজেলার ০১ জনসহ মোট ০৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৩ জনসহ ০৭ জন, আগৈলঝাড়া উপজেলায় ০৪ জন, উজিরপুর উপজেলায় ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কালু শাহ সড়ক এলাকার ০৩ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ০২ জন, ব্রাউন কম্পাউন্ড, রুপাতলি, নথুল্লাবাদ, আলেকান্দা, ফলপট্টি, মুন্সী গ্যারেজ প্রত্যেক এলাকার ০১ জন করে ০৬ জন, ব্যাংকে কর্মরত ০২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ০১ জন স্টাফসহ মোট ৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৮৫ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৪৮৬ জন, উজিরপুর উপজেলায় ৮৮ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৬৫ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৩৫ জন, হিজলা উপজেলায় ৩৪ জন, বানারীপাড়া উপজেলায় ৪৬ জন, মুলাদী উপজেলায় ৪৫ জন, গৌরনদী উপজেলায় ৫৬ জন, আগৈলঝাড়া উপজেলায় ৩১ জন করে মোট ১৯৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৪ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০২ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৭ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ শনাক্ত হওয়া বাকেরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৩ জনসহ ০৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ০১ জন স্টাফসহ অদ্যাবধি স্বাস্থ্য বিভাগে কর্মরত ২৫০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com