প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করার লক্ষে বরিশাল জেলার ১০টি উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে অঙ্গীকার করেছেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। প্রত্যেকটি উপজেলাকে পর্যায়ক্রমে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার জন্য তিন কাজ করবেন। একই সাথে তিনি সঠিক ভিক্ষুকদের চিহিৃত করে তাদের পূর্নবাসনের ব্যবস্থা করার কথাও বলেছেন।
আজ সোমবার ১১ ফেব্রুয়ারি সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশালের সভা কক্ষে, জেলা প্রশাসন বরিশাল ও সমাজ সেবার আয়োজনে ভিক্ষুক পূর্নবাসন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।
সভায় আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, উপ-পরিচালক স্থানীয় সরকার, বরিশাল, শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, বরিশালের দশটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, পুলিশের প্রতিনিধি, সমাজ সেবার কর্মকর্তাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
বরিশাল জেলার ১০টি উপজেলায় তালিকাভুক্ত মোট ৩ হাজার ৪৭৪ জন ভিক্ষুক রয়েছে। যার মধ্যে ৪টি উপজেলায় ১৬৩ জন ভিক্ষুককে এরই মধ্যে পূর্নবাসনের ব্যবস্থা করা হয়েছে। বরিশাল সদর উপজেলায় ৩৫৩ জন ভিক্ষুক রয়েছে। এর মধ্যে ৬০ জনকে পূর্নবাসনের ব্যবস্থা করা হয়েছে।
মুলাদী উপজেলায় ১২৮ জন ভিক্ষুকের মধ্যে ৪০ জনকে পূর্নবাসনের ব্যবস্থা করা হয়েছে, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৪৬২ জন ভিক্ষুকের মধ্যে ৩ জনকে পূর্নবাসনের ব্যবস্থা করা হয়েছে। গৌরনদী উপজেলায় ৩০০ ভিক্ষুকের মধ্যে ৬০ জনকে পূর্নবাসনের ব্যবস্থা করা হয়েছে, তবে বাবুগঞ্জ উপজেলায় ২৪৭ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৯২৪ জন, উজিরপুর উপজেলায় ২৮৭ জন, হিজলা উপজেলায় ৩১৯ জন, আগৈলঝাড়া উপজেলায় ১৪৮ জন ও বানারীপাড়া উপজেলায় ২৪৭ জনকে তালিকাভুক্ত ভিক্ষুক থাকলেও এদের কারোই পূর্নবাসন করা হয়নি।
পূর্নবাসনযোগ্য বাকি ভিক্ষুকদের পর্যায় ক্রমে পুনর্বাসনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। তিনি বলেন, বর্তমান সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভিক্ষুকদের পূর্নবাসনের উদ্যোগ গ্রহণ করেছে । পাশাপাশি ভিক্ষুকদের পূর্নবাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী ত্রাণতহবিল থেকে প্রাপ্ত অনুদান ও সরকারি কর্মকর্তাদের একদিনের বেতনের টাকা দিয়ে একটি তহবিল গঠনের মাধ্যমে ভিক্ষুকদের পূর্নবাসনের কাজ করা হবে। তবে এই টাকা দিয়ে বৃহত্তর এই পূর্নবাসন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবেনা তাই সরকারের বিভিন্ন গৃহীত কর্মসূচির যেমন ভিজিডি, ভিজিএফ, ৪০ দিনের কর্মসূচীর কাজের আওতায় ভিক্ষুকদের আনতে হবে। পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে তবেই প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।