বরিশাল জম জম ইনিস্টিটিউটের ছাত্রদের গ্রেফতারের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

:
: ৫ years ago

 বরিশাল জম জম আই এইচটি ছাত্রদের ৫ দফা দাবীতে বিক্ষোভ ও মানববন্ধ করেছে নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা। জম জম আই এইচটি ও নার্সিং ইনিস্টিটিউটের চেয়ারম্যান ও এমডি’র সরকার বিরোধী কর্মকাণ্ডসহ ছাত্রদের উপর নির্যাতন ও গ্রেফতারে নিন্দা এবং বিচারের দাবিতে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টার দিকে হাতেম আলী কলেজ চৌমাথায় এ মানববন্ধ করেন।
এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অন্যায়ভাবে আমাদের নির্যাতন ও গ্রেফতার, থানায় মিথ্যা অভিযোগ ও সাময়িক বহিষ্কারাদেশ  প্রত্যাহার, স্থায়ী শিক্ষক নিয়োগসহ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেহবে। চেয়ারম্যান ও এমডির (বাবা+ পুত্র) সরকার বিরোধী সাম্প্রদায়িক (জামাতি) কার্যক্রম বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার পরিবেশ নিশ্চিতকরন, শ্রেণি কক্ষের সংকট নিরসনসহ ব্যাবহারিক উপকরন নিশ্চিত করতে হবে বলে দাবি জানান।
এসময় আরো বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাশ-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে তারা।