বরিশাল ক্লাবের বিশেষ সাধারণ সভা করতে বাঁধা নেই

লেখক:
প্রকাশ: ১২ মাস আগে

বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিশেষ সাধারন সভা করতে কোন বাঁধা নেই বলে আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৯ জুলাই বরিশাল ক্লাবের বিশেষ সাধারন সভা আহ্বানের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানী শেষে গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানান মেয়রের পক্ষের আইনজীবী।

ক্লাব সভাপতি মেয়র সাদিক আবদুল্লাহর আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গোলাম কবির বাদল গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, বরিশাল ক্লাবের বিশেষ সাধারন সভা অনুষ্ঠানে কোন বার (বারন) নেই বলে আদেশ দিয়েছেন আদালত। বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদ নিয়ে গত ১৩ জুলাই আদালতে একটি মামলা করেন ক্লাবের এক সদস্য।

এদিকে ক্লাব সভাপতি আগামী ২৯ জুলাই একটি বিশেষ সাধারন সভা আহ্বান করেন গত ১৪ জুলাই। ওই মামলার বাদী ১৬ জুলাই পৃথক আবেদনে সভাপতির আহবান করা ২৯ জুলাইয়ের সভার বিষয়ে স্থগিতাদেশ চান। আজ বৃহস্পতিবার এই দুটি বিষয়ের উপর শুনানী শেষে উপরোক্ত আদেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান দুই পক্ষের আইনজীবীদের শুনানী গ্রহন করেন। মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানীতে অংশ নেন, দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তালুকাদর মো. ইউনুস, সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর, সমিতির সাবেক সম্পাদক গোলাম কবির বাদল, অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব।