বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) বলেছেন, একটি ক্লিন ও নিরাপদ বরিশাল গড়তে চাই। রোববার (১৩ অক্টোবর) বরিশাল কোতয়ালী মডেল থানার ওপেন হাউস ডে তে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, থানা কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনে থানার অফিসার ভুক্তভোগীর বাড়ি গিয়ে জিডি ও মামলা সংগ্রহ করে আনবে।
তিনি আরও বলেন, ‘অনেক সময় ভূক্ত ভোগী অসুস্থতাসহ বিভিন্ন বাঁধা-বিপত্তি’র কারণে থানায় এসে নিজের অভিযোগ বা সমস্যার কথা অবগত করতে পারেন না। তাদের জন্য সুষ্ঠ সেবা নিশ্চিত করতে প্রয়োজনে থানা অফিসার ভুক্তভোগীর বাড়ি গিয়ে আইনী সেবা দিবে।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম সহ বিএমপি ও কোতয়ালী মডেল থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com