বরিশাল কোতোয়ালি থানার ওসি বদলি

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়। আদেশে ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।

২০১৮ সালের ৩১ জুলাই তিনি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে যোগদান করেন। সেই থেকে প্রায় তিন বছর এই থানায় কর্মরত ছিলেন।

তবে এখনও কোতোয়ালি মডেল থানায় নতুন কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়নি।