বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের আলপনার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

:
: ৩ years ago

একুশে ফেব্রুয়ারির প্রাক্কালে আজ ২০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চারুকলার শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের আলপনা আকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, শিক্ষাবিদ অধ্যাপিকা শাহ সাজেদা, চারুকলা বরিশালের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বরিশালে সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি ভানু লাল দে। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক রঙ তুলি দিয়ে আলপনা করার মাধ্যমে একুশের আলপনার শুভ উদ্বোধন করেন পরে সকলে উপস্থিতিতে একুশে ফেব্রুয়ারির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। বিভিন্ন রঙে, রেখায়, ডিজাইনের এই আলপনায় মূর্ত হয়ে উঠেছে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার। ‘শিল্পের আলোয় একুশের আলপনা’ চারুকলার শিক্ষার্থীর অংশগ্রহণে এবারের এই আয়োজনে ভাষা সংগ্রাম মূর্ত হয়ে উঠেবে।