বরিশাল কেন্দ্রীয় কারাগারে দুই শতাধিক কয়েদীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ২ years ago

৩০ এপ্রিল শনিবার দুপুর ১ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল সমাজসেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির সহযোগিতায় বরিশাল কেন্দ্রীয় কারাগার এর ২২৩ জন কয়েদী ও হাজতীদের হাতে ঈদবস্ত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সিনিয়র জেল সুপার রত্না রায়, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে, সুরভী গ্রুপ এন্ড কম্পানির পরিচালক, রিয়াজুল কবীর, সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক প্রফেসর শাহ সাজেদা, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরু সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশাল সমাজ সেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির মাধ্যমে ১৭০ জন পুরুষ কয়েদিকে লুঙ্গী, ৪৫ জন নারী কয়েদিকে শাড়ি এবং মা কয়েদিদের সাথে থাকা ৮ জন শিশুকে নতুন পোষাক তুলে দেন অতিথিরা।