বরিশাল কেন্দ্রীয় কারাগারে জেলার হিসেবে যোগদান করেছেন বাউফলের কৃতি সন্তান নূর মোহাম্মদ মৃধা। বৃহস্পতিবার তিনি এ পদে যোগদান করেন। উল্লেখ্য, তিনি ২০০৮ সালে ডেপুটি জেলার হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন।
এরপর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার এবং সর্বশেষ রাজবাড়ী জেলা কারাগারের জেলার হিসেবে কর্মরত ছিলেন।
তার ওপর অর্পিত গুরুদায়িত্ব তিনি নিরলসভাবে পালন করে যাচ্ছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
বরিশালেও যেন তিনি একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে পারেন সে জন্য তিনি সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, নুর মোহাম্মদ মৃধা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪ নং নওমালা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বটকাজল গ্রামের মতিয়ার রহমান মৃধার সুযোগ্য পুত্র।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com