বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

:
: ৫ years ago

মোঃ শাহাজাদা হিরা: রাখিব নিরাপদ দেখাব আলোর পথ এই স্লোগান নিয়ে পরিচালিত হয় বাংলাদেশ কারাগার কার্যক্রম। আজ বিকেল ৪ টায় জেলা প্রশাসক বরিশাল এর উদ্যোগে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের আয়োজনে।বরিশাল কেন্দ্রীয় কারাগারে, মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, আজিয়র রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেল সুপার বরিশাল কেন্দ্রীয় কারাগার, প্রশান্ত কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ নাঈমুল ইসলাম, উপ পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ সালেহ আহমেদ, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল, এ এ এম হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা, আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি বরিশাল, খায়রুল আলম, সহকারী কমিশনার কোতয়ালী মডেল থানা মোহাম্মদ রাসেল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, জয়দেব চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এস এম ইকবাল, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন অতিথিরা এবং কারাগার নিবাসীরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন অপরাধে সাজা প্রাপ্ত আসামিদের মাঝে বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক বিরোধী আলোচনা করেন অতিথিরা। অলোচনা সভা শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।