বরিশাল কীর্তনখোলায় অবৈধ ভাবে বালু উত্তোলনঃ ৪ লক্ষ টাকা জরিমানা ০৬ জনকে জেল

লেখক:
প্রকাশ: ৪ years ago

অবৈধভাবে বালু এবং মাটি কাটার ফলে প্রতিদিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী পাড়ের মানুষ। আজ বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশে এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীরের এর নেতৃত্বে আজ ১০ ফেব্রুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৬ জন ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ৩ টি ড্রেজার ও ১ টি বাল্কহেড (বলগেট) আটক করা হয়। অভিযান পরিচালনাকালে কোস্টগার্ড ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।