বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে পিইসি ও জেএসসিতে শতভাগ পাস

লেখক:
প্রকাশ: ৫ years ago
বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ

জেলা প্রশাসন বরিশালের সরাসরি তত্বাবধানে পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে একযোগে ২০১৯ সালের পিইসি ও জেএসসির ফলাফল প্রকাশ। বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো পিইসি ও জেএসসিতে শতভাগ পাসের সফলতা এসেছে।

এবার পিইসিতে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন তাদের মধ্যে ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শতভার পাশের কৃতিত্ব অর্জন করেন পাশাপাশি জেএসসিতে ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন তাদের মধ্যে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শতভার পাশের কৃতিত্ব অর্জন করেছে। এই সফলতার পিছনে রয়েছে জেলা প্রশাসনে সরাসরি খোঁজ খবর রাখা, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা একাডেমিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করা। তুলনামূলক কম মেধাবী শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া ক্লাস নেয়ার পাশাপাশি তাদের অতিরিক্ত ক্লাস নেয়ার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলাহয়। যার ফলশ্রুতিতে এবারের পিইসি ও জেএসসিতে শতভাগ পাসের সফলতা এসেছে শিক্ষা প্রতিষ্ঠানে।