বিভাগীয় শহর বরিশালে নবম বারের মতো আয়োজিত বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে আয়কর মেলার ৬ষ্ঠ দিনে ৫কোটি ৫৯ লক্ষ ৭৫ হাজার ২শত ৬১ টাকা রাজস্ব দিয়েছে সচেতন করদাতা গ্রহীতারা।
যা ছিল গত বারের ৬ষ্ঠ দিনের চেয়ে আদায় হয়েছে বেশী। বরিশাল কর-অঞ্চলের উপ কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
“উন্নয়ন ও উত্তরন, আয়করের অর্জন’ এশ্লোগানে শুরু হওয়া উৎসবমূখর পরিবেশে এবারের মেলার প্রতিপাদ্য ‘আয়কর প্রবৃদ্বির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করন’। সপ্তাহব্যাপি আয়কর মেলার অশ্বিনী কুমার টাউন হল মেলা প্রাঙ্গনে ছিল করদাতাদের উপচে পড়া ভিড়। মেলার ৬ষ্ঠ দিনে বরিশাল করমেলায় রাজস্ব আদায় হয়েছে গত ৫ দিনের চেয়ে অনেক বেশী।
এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজস্ব এসেছে ৫ কোটি ৫৯ লক্ষ ৭৫ হাজার ২ শত ৬১ টাকা।
এসময় কর কর্মকর্তা ও মেলায় নিয়োজিত কর্মচারীরা ২৪ হাজার ৭ শত ২৫ জন করদাতা গ্রহীতাকে সেবা প্রদান করেছে।এদিন কর মেলায় রিটার্ন দিয়ে দিয়েছে ৩ হাজার ৮ শত ৪৭ জন। এদিন শেষ বিকাল পর্যন্ত নতুন ই-টিআইএন গ্রহনকারী সৃষ্টি হয়েছে ১ শত ৮০ জন।
সর্বমোট গত ৬ দিনে বরিশাল কর অঞ্চল প্রধান মোঃ মকবুল হোসেন পাইকের নেতৃত্বে ও অতিরিক্ত কর কমিশনার মোঃ আবুল বাসার আকন,যুগ্ম কর কমিশনার নাঈমুল রসুল,যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফর রহমান সহ উপ কর কমিশনার বিদ্যুৎ সিকদার,উপ কর কমিশনার আনন্দ্র কুমার সাহার সার্বিক মেলায় প্রাঙ্গন পরিচালনা করা সহ করদাতাদের সাথে বন্দুসুলভ ব্যবহার করানেই এই বিপুল পরিমান রাজস্ব আনতে সক্ষম হয়েছে।
এই ৬দিনে মেলা প্রাঙ্গনে কর কর্মকর্তারা সর্বমোট ১ লক্ষ ৮ হাজার করদাতা গ্রহীতাকে সেবা দেয়ার পাশাপাশি পুরান করদাতারা রিটার্ন দাখিল করেছে ১৪ হাজার ৮৫ জন।
এই সময়ে মেলা এসে নতুন করদাতা ই-টিআইএন খাতায় নাম অন্তভূক্ত করেছে ৬ শত ৫৭ জন।
উল্লেখ্য গত ১৩ই নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অশ্বিনী কুমার টাউন হলে সপ্তাহব্যাপি আয়কর মেলার আয়োজন করা হয়। এছাড়া বরিশাল কর অঞ্চলের আওতাধীন বিভাগের ৬ জেলার ২২টি সার্কেলে একই সময়ে আয়কর মেলার আয়োজন করা হয়েছে। ##
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com