বরিশাল নগরীর জেলা ও দায়রা জজ আদালতে সামনে হাঠৎ করে উল্টে গেল প্রাইভেট কার। আজ রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যাক্ষর্দশীরা জানান, ঝালকাঠি জেলার সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সানজিদা আয়শার গাড়িটি বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে কাকলীর মোড় এলাকার দিকে আসছিলো।
হঠাৎ করে গাড়িটির বাম পার্শ্বের সামনের চাকা ব্লাস্ট হওয়ার কারনে সিনেমাটিক ভাবে কারটি জাম্প করে উল্টে যায়। স্থানীয়রা আরো জানান, গাড়িটিতে ড্রাইভার ছাড়া আর কেউ ছিলো না এবং ড্রাইভারের কোন ক্ষতি হয় নাই।
ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে বরিশাল মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা গিয়ে রেকার দিয়ে গাড়িটি স্বাভাবিক করে।
গাড়ীর ড্রাইভার সাগর জানান, চাকা ব্লাস্ট হওয়ার কারনে এই ঘটনা ঘটেছে। আল্লাহ আমাকে হেফাজত করেছে। আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি।