বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশিষ্ট আইনজীবী, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল আর নেই। (ইন্না ইল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন)। আজ শুক্রবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দির্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন।
গিয়াস উদ্দিন কাবুল বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক ছাড়াও আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি গত ১০ বছর যাবত বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। রাজধানী ঢাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর বরিশাল জিলা স্কুল মাঠে জানাজা শেষে সমাহিত করা হবে বলে জনা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল সদর আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন রজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং সাংবাদিক সংগঠন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com